“নেদারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. এরিক জোটেন কর্তৃক মাইলস্ এগ্রো ফিড মিলস্ পরিদর্শন ”
পরিদর্শনকালে তিনি ফিড তৈরির কাঁচামাল,কাঁচামাল সংরক্ষণ ও ফিড দেখেন এবং ফিড তৈরির বিভিন্ন উপাদান ও পুষ্টিগুণ সম্পর্কে জানতে চান।
নেদারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. এরিক জোটেন কর্তৃক মাইলস্ এগ্রো ফিড মিলস্ পরিদর্শন
এ সময় তিনি ল্যাবরুম,কনফারেন্স রুম, ট্রেনিং রুম, ফিড মিল সহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখে মিলের পরিবেশ, কাঁচামাল সংরক্ষণ প্রক্রিয়া ও সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। একইসাথে এই সম্মিলিত উদ্যোগকে স্বাগত জানান।