আমাদের সম্পর্কে
মাইলস ফিড মিলসের একদল তরুণ গ্রামীণ কৃষি নির্ভর অর্থনীতির উন্নয়নে কাজ করতে বদ্ধ পরিকর।দেশের অর্থনীতির অবহেলিত এই খাতে নিয়োজিত চাষীদের উন্নয়নে ২০১৮ সাল হতে বাণিজ্যিক ভিত্তিকে মৎস্য ও গরুর খাদ্য উৎপাদন করে আসছে। ফিডের কাঙ্খিত ফলাফল বা এফসিআর নিশ্চিত করতে উৎপাদনের শুরু থেকেই উৎপাদিত প্রাণিজ খাদ্যের মান নিয়ন্ত্রণে ল্যাব স্থাপন করেছে। উৎপাদনে ব্যবহৃত সকল কাঁচামাল নিজস্ব কেমিস্ট দ্বারা ল্যাব টেস্ট যেমন: ক্রুডপ্রোটিন, ক্রুডফ্যাট, ক্রুডফাইবার, অ্যাশ, আর্দ্রতা, অ্যাসিডভ্যালু, আয়োডিনভ্যালু, টিভিএন (TVN), এনপিএন (NPN), ইউরিয়েজএনজাইমঅ্যাক্টিভিটি ইত্যাদিরমাধ্যমে উত্তীর্ণ হলেই কেবল গ্রহণ করা হয়। একইসাথে উৎপাদিত প্রত্যেক ব্যাচের ফিড নিজস্ব কেমিস্ট দ্বারা ল্যাব টেস্টের মাধ্যমে যথাযথ মান পরীক্ষা ডিলার পর্যায়ে পাঠানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।