কাতলা মাছের চক্ষু রোগ দূর করার সহজ উপায়

কাতলা মাছের চক্ষু রোগ দূর করার সহজ উপায়

কাতলা মাছে এই রোগ বেশি হয়।

লক্ষন:

কাতলার চক্ষু প্রথমে ঈষৎ ঘোলাটে হয়। ধীরে ধীরে চোখ সাদা হয়ে অন্ধ হয়ে যায় এবং মাছটি মারা যায়।

চিকিৎসা/প্রতিকার:

প্রতি লিটার পানিতে ১০-১৫ মিলিগ্রাম ক্লোরোমাইসিটিন দ্রবণে রোগাক্রান্ত মাছকে ১ ঘন্টা করে ৫-৭ দিন চিকিৎসা করতে হবে।
পুকুরে বিঘাপ্রতি ৩০-৪০ কেজি চুন দিতে হবে।

সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্যভাণ্ডার।

সকল নিউজ ও নোটিস

নেদারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. এরিক জোটেন কর্তৃক পরিদর্শন

নেদারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. এরিক জোটেন কর্তৃক পরিদর্শন

"নেদারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. এরিক জোটেন কর্তৃক মাইলস্ এগ্রো ফিড মিলস্ পরিদর্শন " পরিদর্শনকালে তিনি ফিড তৈরির কাঁচামাল,কাঁচামাল সংরক্ষণ ও ফিড দেখেন এবং ফিড তৈরির বিভিন্ন উপাদান ও পুষ্টিগুণ সম্পর্কে জানতে চান। নেদারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড....

সকল বিষয়ের উপর সামগ্রিকভাবে আলোচনা ও সমাধানের উপায়

সকল বিষয়ের উপর সামগ্রিকভাবে আলোচনা ও সমাধানের উপায়

* মৎস্য চাষী ভাইদের জন্য মাছের রোগ, রোগের লক্ষণসমূহ এবং প্রতিকার বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের সহযোগিতার জন্য এই সকল বিষয়ের উপর সামগ্রিকভাবে আলোচনা ও সমাধানের উপায় মাইলস এগ্রো ফিড মিলস এর সহযোগিতায়আসছে.......... তাই এই সকল বিষয়ে জানতে **মাইলস এগ্রো...

মাছ চাষী ভাইদের জন্য গুণগত ও মানসম্পন্ন  সম্পর্কিত কিছু “Tips”

মাছ চাষী ভাইদের জন্য গুণগত ও মানসম্পন্ন সম্পর্কিত কিছু “Tips”

*****মাছ চাষী ভাইদের জন্য গুণগত ও মানসম্পন্ন মাছের খাদ্য সম্পর্কিত কিছু "Tips"যা জেনে রাখা সকল মাছ চাষী খামারি ভাইদের জন্য অত্যন্ত জরুরি### মাছের খাদ্য সরাসরি মাছের বৃদ্ধিতে কিভাবে সাহায্য করে :* প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ: মাছের খাদ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট,...